করোনার টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো এবং রাষ্ট্রের বিরুদ্ধে ফেসবুক ইউটিউবে উসনিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মুফতি কাজী মো. ইব্রাহীমকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান বুধবার এ আদেশ দেন।এ দিন দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ইউনিটের উপ-পরিদর্শক মো. হাসানুজ্জামান।আসামিপক্ষে আব্দুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চান। শুনানি শেষে বিচারক তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।নানাভাবে আলোচিত-সমালোচিত কাজী ইব্রাহিমকে গত সোমবার গভীর রাতে মোহাম্মদপুরের বাসা থেকে আটক করে ডিবি পুলিশ।এর পর দিন তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়।ওই মামলায় তার এ রিমান্ড আবেদন করা হয়।এদিকে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে একই থানায় আরেকটি মামলা হয়েছে।
মুফতি ইব্রাহীম দুই দিনের রিমান্ডে
Advertisement