মুশফিকের ক্যারিয়ার সেরা ইনিংসে খুলনার জয়

ব্রিট বাংলা ডেস্ক :: বঙ্গবন্ধু বিপিএলের প্রথম সেঞ্চুরির সুযোগ ছিল মুশফিকুর রহীমের সামনে। কিন্তু ব্যক্তিগত ৯৬ রানে আউট হয়ে গেলেন তিনি। তবে তার ইনিংসে ভর করেই আজ রাজশাহী রয়্যালসকে ৫ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। ১৯০ রানের লক্ষ্যটা ১৯.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় খুলনা। বিপিএলে এটি তাদের টানা দ্বিতীয় জয়।

৫১ বলে ৯ বাউন্ডারি ও ৪ ছক্কায় বিপিএলের ক্যারিয়ার সেরা ইনিংসটি সাজান মুশফিক। আগে তার সর্বোচ্চ ছিল ৮৬। এছাড়া রাইলি রুশো ৩৫ বলে ৪২, শামসুর রহমান ২০ বলে ২৯ ও রবি ফ্রাইলিঙ্ক ৬ বলে ১৪* রানের ইনিংস খেলেন। রাজশাহীর হয়ে দুটি উইকেট নেন অধিনায়ক আন্দ্রে রাসেল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৮৯/৪ সংগ্রহ করে রাজশাহী।

পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক ৫০ বলে ৮৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। যাতে ছিল ৮ চারের সঙ্গে ৪ ছক্কার মার। চলতি বিপিএলে এটি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। রবি বোপারা ২৬ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। দুটি করে চার-ছয় হাঁকান তিনি। অধিনায়ক আন্দ্রে রাসেল ৬ বলে ১৩* রান করেন।

টস হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহীর শুরুটা ভালো ছিল না। ২৬ রানের মধ্যে দুই ওপেনার বিদায় নেন। লিটস দাস ১৯ ও হযরতুল্লাহ জাজাই ১ রান করে আউট নহন। এরপর দলীয় ৬৬ রানে আফিফ হোসেনকে (১৯) হারায় রাজশাহী। কিন্তু চতুর্থ উইকেটে মালিক-বোপারার ১০৬ রানের জুটিতে বড় সংগ্রহ পায় তারা। খুলনার হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির।

Advertisement