ব্রিট বাংলা ডেস্ক :: ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন শেষে অর্থাৎ দেশভাগের সময় যেসব মুসলমান ভারতে থেকে গিয়েছিলেন, তারা ভারতের কোনো উপকারে আসেনি বলে মন্তব্য করেছেন দেশটির উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ। বিবিসি হিন্দিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
এসময় তিনি মুসলমানেরা ভারতে বিভাজনের আগুন উসকে দিচ্ছে বলেও মন্তব্য করেন। এছাড়া তিনি দাবি করেন, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে মুসলমানেরা কষ্টে নেই, সেসব জায়গায় কষ্টে আছে হিন্দু, জৈন এবং শিখরা। সুতরাং তাদের সুরক্ষা প্রয়োজন।
সম্প্রতি ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন, যা সংক্ষেপে সিএএ নামে পরিচিত, পার্লামেন্টে পাস হওয়ার পরে দেশ জুড়ে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হলে, কিছু ক্ষেত্রে তার মন্তব্য আরো ক্ষোভ উসকে দিয়েছে। আদিত্যনাথ শাহীনবাগের বিক্ষোভকারীদের লক্ষ্য করে বলেন, কিছু সম্প্রদায়ের পুরুষ লোকেরা কাপুরুষ, তারা কম্বল মুড়ি দিয়ে বাড়িতে বসে আছে। আর মহিলা ও বাচ্চাদের বাড়ির বাইরে এই আইনের বিরোধিতা করতে পাঠিয়েছে।