মেক্সিকোতে ১৪ পুলিশকে গুলি করে হত্যা

ব্রিট বাংলা ডেস্ক :: মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিচোকানে সোমবার ১৪ পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন পুলিশ সদস্য। আদালতের আদেশে পুলিশ সদস্যরা রাজ্যের এল আগুয়েজে শহরের একটি বাড়িতে গেলে সেখানে তাদের ওপর অতর্কিতে গুলিবর্ষণ করা হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। খবর বিবিসির।

ধারণা করা হচ্ছে, শক্তিশালী অপরাধীচক্র জেলিসকো নুয়েভা জেনারেশনের সদস্যরা এ হামলা চালিয়েছে। হামলার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সন্দেহভাজন খুনিদের আটকে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে।

গত কয়েক মাস ধরে অঞ্চলটিতে সহিংসতার ঘটনা বেড়েছে। বিশেষ করে স্থানীয় মাদকের ডিলারদের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার ঘটনার পর কর্তৃপক্ষ জানিয়েছে, দায়ীদের খুঁজে বের করতে তারা সর্বশক্তি নিয়োগ করেছেন। গত ডিসেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকেই মাদকচক্রকে মোকাবিলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আঁন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অব্রাদর।

Advertisement