মেক্সিকোর সাবেক প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রে আটক

ব্রিট বাংলা ডেস্ক :: মেক্সিকোর সাবেক প্রতিরক্ষামন্ত্রী সালভাদর সিয়েনফুয়েগস গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে আটক হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

সিয়েনফুয়েগস ২০১২-২০১৮ সাল পর্যন্ত মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরিবারের সদস্যদের নিয়ে যাওয়ার পর লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে আটক হন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্ড এক টুইট বার্তায় জানান, পরের কয়েক ঘণ্টার মধ্যে লস অ্যাঞ্জেলস কনস্যুলের উচিত, এ ব্যাপারে আমাকে জানানো।

এদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের গোপন একটি সূত্রের বরাত দিয়ে মেক্সিকোর তদন্ত ম্যাগাজিন প্রসেসো বলছে, মাদক পাচারের দীর্ঘমেয়াদি তদন্তের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে।

Advertisement