মেজাজ হারিয়ে তিন ম্যাচ নিষিদ্ধ ফরাসি তারকা রিবেরি

ব্রিট বাংলা ডেস্ক :: সোমবার ‘সিরি আ’ লীগের খেলায় ফিওরেন্তিনাকে ২-১ গোলে হারিয়েছে লাজিও। তবে ম্যাচে মূল আলোচনার বিষয় ছিলো ফরাসি তারকা ফ্র্যাঙ্ক রিবেরির নিষেধাজ্ঞা। ম্যাচে মেজাজ হারিয়ে সহকারি রেফারিকে ধাক্কা মারেন। পরবর্তীতে ম্যাচ অফিসিয়াল রিবেরিকে বিশ হাজার ইউরো ও তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয়। তবে ম্যাচশেষে টুইটারে রিবেরি দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। তিনি বলেন, ‘ আমি আমার দলের খেলোয়াড়. কোচ, দর্শকদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি সহকারি রেফারি মিঃ পাসেরির কাছেও দুঃখপ্রকাশ করছি। আসলে ম্যাচের শেষদিকে আমি আপসেট হয়ে গেছিলাম।
আশা করি তিনি আমার অবস্থা বুঝে কিছু মনে রাখবেন না।’

৩৬ বছর বয়সী এই ফরাসি তারকা এই গ্রীষ্মে ‘সিরি আ’ তে যোগ দেন। লাজিওয়ের বিপক্ষে ম্যাচের ৭৪ তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন। খেলা তখন ১-১ এ ড্র। ম্যাচের অন্তিম মুহুর্তে লাজিওর ইম্মোবিলে গোল করে দলের জয় নিশ্চিত করে। খেলার যোগ করা সময়ে ফিওরেন্তিনা থেকে ফাউলের আবেদন করে। তাদের পক্ষ থেকে ভিআরের আবেদন করলেও সহকারি রেফারির সঙ্গে কথা বলে তা নাকচ করে দেন মূল রেফারি। এরফলে মেজাজ হারিয়ে সহকারি রেফারিকে ধাক্কা মারেন রিবেরি।

Advertisement