দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আগামী ১৩ সেপ্টেম্ব থেকে দেশের মেডিকেল কলেজগুলোতে সশরীরের পাঠদান শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে মোডিকেল কলেজে সশরীরে ক্লাস শুরু হচ্ছে। এসময় সকলকে মাস্ক পড়তে হবে, সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। তবে পরিস্থিতি দেখে পর্যায়ক্রমে সকল কিছু খোলা হবে।ধাপে ধাপে ক্লাস হবে জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে শিক্ষকসহ শিক্ষার্থীরা টিকা নিয়েছে। মেডিকেলের ১ম, ২য় ও ৫ম বর্ষের সম্ভাব্য ক্লাস শুরু ১৩ সেপ্টেম্বর। এরপর সব বর্ষের ক্লাস শুরু হবে।
Advertisement