মেসি-ত্রিনকাও জাদুতে আরেকটি প্রত্যার্বতনের গল্প লিখল বার্সা

ব্রিট বাংলা ডেস্ক :: গত সপ্তাহেই কোপা দেলরেতে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছে বার্সেলোনা। সেই ম্যাচের শেষ দুই মিনিটে দুই গোল করে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ৫-৩ গোলে জিতে সেমিফাইনালে নাম লেখায় কাতালানরা। রোনাল্ড কোম্যানের দল এবার প্রত্যাবর্তনের গল্প লিখল লা লিগায়। রোববার রাতে পিছিয়ে পড়েও ৩-২ গোলে রিয়াল বেতিসকে হারিয়েছে বার্সেলোনা।

অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই বেতিসের মাঠে আতিথ্য নেয় বার্সা। চলতি মৌসুমে মেসিকে ছাড়া ৬ ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে কাতালান ক্লাবটি। ৩৮তম মিনিটে বোরহা ইগলেসিয়ারসের গোলে ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় বেতিস। বিরতির পর ১০ মিনিট চলে গেলেও সমতা ফেরাতে পারেনি বার্সা। কোচ রোনাল্ড কোম্যান মাঠে নামালেন মেসিকে।

মাঠে নেমেই আর্জেন্টাইন সুপারস্টার পাল্টে দিলেন ম্যাচের গতিপথ। ৫৭ মিনিটে মাঠে নেমে ১৩৬ সেকেন্ডের মাথায় গোল করে সমতায় ফেরালেন দলকে। বার্সেলোনার হয়ে বদলি হিসেবে নামার পর দ্রুততম সময়ে গোল করলেন মেসি। ৬৮ মিনিটে ভিক্তর রুইসের আত্মঘাতী গোলে লিড নেয় বার্সেলোনা। ৭৫ মিনিটে নিজের ভুল শুধরে নেন রুইস। নাবিল ফেকিরের ক্রসে হেডে সমতা ফেরানো গোল করেন বেতিস ডিফেন্ডার। ম্যাচে তখনও বাকি ফ্রান্সিসকো জাদু। মেসির সঙ্গে বদলি হিসেবে নামা ২১ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ডে দুর্দান্ত গোলে জয় পায় বার্সেলোনা। ৮৭ মিনিটে ডিবক্সের বাইরে থেকে নেয়া ত্রিনকাওয়ের শট ক্রসবারে লেগে জালে জড়ালে লীগে টানা ষষ্ঠ জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ে রোনাল্ড কোম্যানের দল।

এ জয়ে রিয়াল মাদ্রিদকে তিনে নামিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সেলোনা। ২১ ম্যাচ করে খেলা দুই চিরপ্রতিদ্বন্দ্বীরই পয়েন্ট সমান ৪৩। গোল পার্থক্যে পিছিয়ে তিনে রিয়াল। দুই ম্যাচ কম খেলা শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৫০ পয়েন্ট।

Advertisement