মেয়র জন বিগস টাওয়ার হ্যামলেটসের জন্য তার সংশোধনী বাজেট প্রস্তাব করেছেন

ব্রিটবাংলা ডেস্কঃ আগামী অর্থ বছরে কর্মসংস্থান সৃষ্টি এবং এন্টি সোশ্যাল বিহেভিয়ার দমনকে প্রাধান্য দিয়ে মেয়র জন বিগস টাওয়ার হ্যামলেটসের জন্য তার সংশোধনী বাজেট প্রস্তাব করেছেন।

মেয়র প্রস্তাবিত বাজেটটি সম্প্রতি কেবিনেটে সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ার পর আগামী মাসে তা ফুল কাউন্সিল মিটিংয়ে উপস্থাপন করা হবে।
মেয়রের প্রস্তাবিত বাজেটে অপরাধ এবং এন্টি সোশ্যাল বিহেভিয়ার দমনের জন্য অতিরিক্ত ১.৪ মিলিয়ন পাউন্ড বরাদ্দ করা হয়েছে। এটি ইতিপূর্বে ৩৯ জন পুলিশ অফিসারের জন্য বরাদ্দকৃত ৩.৩ মিলিয়ন পাউন্ডের বাইরে। অনুরুপভাবে কর্মসংস্থান বৃদ্ধির জন্য অতিরিক্ত ১.৮ মিলিয়ন পাউন্ড বরাদ্দ করা হয়েছে।
মেয়র প্রস্তাবিত বাজেটে ফ্রি স্কুল মিলের ফান্ডকে সংরক্ষন করা হয়েছে। পিপলস এলায়েন্স তাদের সংশোধনীতে এই খাতে বাজেট কাটের প্রস্তাব করেছিলো। আগের মেয়রের স্বল্প মেয়াদী বাজেট ১ বছরের বাজেটের কারনে বহু সার্ভিসে ফান্ডিং সমস্যা দেখা দেয়। এই অবস্থার পুনরাবৃত্তি রোধে গত বছর বর্তমান মেয়র জন বিগস ১ বছরের শর্টটার্ম বাজেটের পরিবর্তে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে ৩ বছরের বাজেট পেশ করেছিলেন।

নতুন অর্থ বরাদ্দগুলো ইতিপূর্বে দেয়া বরাদ্দের সাথে যোগ হবে।
উল্লেখ্য যে, কেন্দ্রীয় টোরী সরকার টাওয়ার হ্যামলেটসের ফান্ডিং কমিয়ে কাউন্সিলকে আগামী ৩ বছর বাধ্যতামূলক ৫৮ মিলিয়ন পাউন্ড সাশ্রয়ের জন্য নির্দেশ দিয়েছে।

মেয়র তার বাজেট সম্পর্কে বলেন, কেন্দ্রীয় সরকারের অব্যাহত বাজেট সংকোচন আমাদেরকে কঠিন পরীক্ষার মুখোমুখি করে। আর এজন্য গুরুত্বপূর্ন সার্ভিসগুলো রক্ষায় আমাদের অত্যন্ত সতর্কতার সাথে সবকিছু করতে হচ্চেছ।
মেয়র বলেন বাজেটটিতে চাকুরী এবং এন্টি সোশাল বিহেভিয়ার দমনকে প্রাধান্য দেয়া হয়েছে।

তিনি বলেন, আমাদের বাসিন্দাদের কাছে এন্টি সোশ্যাল বিহেভিয়ার একটি গুরুত্বপূর্ন ইস্যু। আর এজন্য এখাতে আমরা বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নিয়েছি। এছাড়া আমরা আমাদের বারার সকল লাইব্রেরী, লেজার সেন্টার এবং চিলন্ড্রেন সেন্টারগুলোকে খোলা রাখার পাশাপাশি ফ্রি স্কুল মিলকে সংরক্ষন করেছি এবং দরিদ্র বাসিন্দাদের জন্য কাউন্সিল ট্যাক্স বেনিফিট বজায় রেখেছি।

মেয়র আরো বলেন, এটি হচ্চেছ আমাদের ৩ বছর মেয়াদী বাজেটের দ্বিতীয় বছর। এই বাজেটে এন্টি পোভার্টি ফান্ডের মাধ্যমে বাজেট সংকোচনজনিত নেতিবাচক প্রভাব থেকে দরিদ্রদের বাচানোর জন্য প্রচেষ্টা চালানো হয়েছে। হাতে গোনা যে কয়েকটি কাউন্সিল দরিদ্রদের জন্য কাউন্সিল ট্যাক্স মওকুফ করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল তাদের মধ্যে অন্যতম।
কেবিনেট ফর রিসোর্স কাউন্সিলার ডেভিড এডগার তার প্রতিক্রিয়ায় বলেন, আমাদের প্রস্তাবে বাসিন্দাদের চাহিদাকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে। বিশেষ করে কর্মসংস্থান, অপরাধ দমন এবং শিশুদের জীবনমান বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে। এক নজরে বাজেটের গুরুত্বপূর্ন দিকগুলো হচ্চেছ চিলন্ড্রেন সার্ভিসের জন্য অতিরিক্ত ৫ মিলিয়ন পাউন্ড বরাদ্দ – অপরাধ এবং এন্টি সোশাল বিহেভিয়ার দমনের জন্য অতিরিক্ত ১.৪ মিলিয়ন পাউন্ড বরাদ্দ – ইয়ং ওয়ার্কপাথ এবং অন্যান্য এমপ্লয়মেন্ট স্কিমে ১.৮ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ – ফ্রি স্কুল মিল পোগ্রাম অব্যাহত – পোভার্টি ফান্ড অব্যাহত – বারার বায়ু দূষন মোকাবেলায় অর্থ বরাদ্দ – প্রাইভেট ভাড়াটিয়াদের সুরক্ষার জন্য ৩শ ৭৫ হাজার পাউন্ড বরাদ্দ।

 

Advertisement