মোস্তাক বাবুল কমিউনিটি রেডিও বেতার বাংলার ডাইরেক্টার মনোনিত ”কাজের ক্ষেত্ৰে আমার দায় বেড়ে গেলো ।

ব্রিটবাংলা রিপোৰ্ট: বেতার বাংলা কমিউনিটি রেডিওর জন্ম থেকে প্রতিষ্ঠান টির সাথে জড়িত থেকে বিভিন্ন দায়িত্ব পালন করে বর্তমানে কাজের স্বীকৃতিতে যুক্ত হলেন প্রতিষ্ঠানটির ডাইরেক্টার হিসাবে

সম্প্রতি একটি অনুষ্ঠানে বেতার বাংলার অন্যতম কর্নদার নাজিম চৌধুরীর বিশেষ প্রস্তাবনায় তাকে এই প্রতিষ্ঠানটির ডাইরেক্টার হিসাবে গ্রহন করা হয়৷

উল্লেখ্য, মোস্তাক বাবুল একজন সিনিয়র সাংবাদিক, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য এবং এটিএন বাংলার সিনিয়র ষ্টাফ রিপোর্টার ও প্রগাম প্রডিউচার হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন৷

এক প্রতিক্রিয়ায় সাংবাদিক মোস্তাক আলী বাবুল বলেন কমিউনিটির প্রতি ও বেতার বাংলার প্রতি আমার দায়িত্ব বেড়ে গেলো ।

আমি প্রতিশ্রুতি বদ্ধ ভালো কিছু দেওয়ার জন্য৷

ACB@#

Advertisement