মৌলভীবাজারের শাহবন্দর যুব সংস্থার উদ্যোগে ত্রান সামগ্রী বিতরন

মৌলভীবাজারের শাহবন্দর যুব সংস্থা (শাযুস) -এর উদ্যোগে মঙ্গলবার করোনাভাইরাস এর কারনে অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন।

শাযুস সভাপতি শাহ মোহাম্মদ রাজুল আলীর সভাপতিত্বে ও শাযুস সাধারন সম্পাদক আতাউর রহমান ইকতিয়ার এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন এবং ত্রান বিতরনে অংশ নেন শাযুস প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধরী, শাযুস উপ প্রধান পৃষ্ঠপোষক জামাল আহমদ,

পৃষ্ঠপোষক সদস্য সাইদুজ্জামান জয়নাল, রুহেল আহমদ, সাবেক শাযুস সভাপতি সাইফুর রহমান বাবুল, জুবায়ের আহমদ জুবের, সাহেদ আহমদ, শাহাবুদ্দিন আহমদ, রেজাউর করিম নয়ন ও শাযুস কার্যকরী পরিষদ ২০১৯-২০ এর সকল সদস্য বৃন্দ।

আনুষ্ঠানে প্রায় ৩৫০ টি পরিবারে শাযুস কার্যকরী পরিষদ সদস্য ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌছে দেয়।

Advertisement