আসন্ন ১১ তম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ৩ আসনের জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান সহ মৌলভীবাজার জেলার অন্তর্গত সকল নির্বাচনী এলাকার ঐক্য ফ্রন্ট প্রার্থীদের ধানের শীষ প্রতীকের পক্ষে শহীদ জিয়ার সূর্য সেনা ইউকের উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টার হলে অনুষ্ঠিত হয় ৷
যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি সাবেক ছাত্রনেতা এম লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা সৈয়দ সাকেরুজ্জামান এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মাহিদুর রহমান ৷
উপস্থিত ছিলেন,মৌলভীবাজার জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা সৈয়দ সাদিকুল ইসলাম, আব্দুল হান্নান, বিএনপি নেতা মোস্তফা সালেহ লিটন, বুলবুল আহমেদ, আব্দুল হয় অপু, রাজু আহমেদ কালাম, মোজাহিদ জায়গীরদার, শামীম আহমেদ, আহাদুজ্জামান খান, মনসুরুর রহমান শাহী, আব্দুল বাকি সিদ্দিকী, বিএনপি নেতা হাজি মোহাম্মদ সেলিম, টিপু আহমেদ, সেলিম আহমেদ, সাবেক ছাত্রনেতা সৈয়দ ফজলুল হক সেলিম ৷
বিএনপি নেতা দেলোয়ার হুসেন আহাদের কোরান তেলাওতের মাধ্যমে আলোচনা সভার শুরু হয়, এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা রুহুল আহমেদ রুলু, আব্দুল মঈন ফারুক, কার্ডিফ বিএনপি নেতা রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মাহফুজ আহমেদ, কামরুজ্জামান খান, শফিকুর রহমান, সুলেমান মিয়া, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, আব্দুস শহীদ,মহিদুর রহমান আপেল, ইউকে জাসাস নেতা তরিকুর রশিদ চৌধুরী শওকত, সেচ্ছাসেবক দল নেতা আজিম উদ্দিন, দেওয়ান উজ্জ্বল, আনোয়ার মিয়া, সাবেক ছাত্রনেতা তুফায়েল খান তপু, শিপু আহমেদ, মাহবুবুল হক শিবলু, জিয়াউল হক জিয়া,রাসেল খান, সৈয়দ রুয়েজ আলী, সেজুল আহমেদ, শামসুল হক রিঙ্কু, আব্দুল জলিল চৌধুরী খোকন, সৈয়দ জামান আহমেদ, তাজুল ইসলাম, সেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া, আব্দুল মুমিত রবিন, আখতার হুসেন, রাহাত আহমেদ প্রমুখ ৷
অনুষ্ঠানে বক্তারা আসন্ন নির্বাচনে প্রবাসী নেতা কর্মীদের করণীয় ও ভূমিকা নিয়ে আলোচনা করেন | বক্তারা বর্তমান সরকারের দু:শাসনের বর্ণনা করে এ নির্বাচনে সর্বোচ্চ ত্যাগ ও ঐক্যের মাধ্যমে বিজয় সুনিশ্চিত করার প্রত্যয়ে কাজ করার অঙ্গীকার বেক্ত করেন | *প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি নেতা জনাব মাহিদুর রহমান বলেন এবারের নির্বাচন ৭১ এর স্বাধীনতার পরবর্তী যেকোনো আন্দোলনের চাইতে গুরুত্ব দিয়ে নির্বাচনকে আন্দোলনের অংশ মনে করে বিএনপি তথা জাতীয় ঐক্য ফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছে | আমরা যারা প্রবাসে আছি তাদের দ্বায়িত্বও অপরিসীম | এ নির্বাচন শুধু বিএনপির অস্তিত্বের লড়াই নয় সমগ্র রাজনৈতিক সংগঠন এর অস্তিত্বের লড়াই | বিগত দশ বছর বর্তমান সরকার যে অপরাজনীতি ও দু;শাসন করেছে সময় এসেছে এর বিরুদ্ধে বেলটের মাধ্যমে জবাব দেবার | প্রবাসী সকল নেতা কর্মীকে নিজ নিজ অবস্থান থেকে জাতীয় ঐক্যের প্রতীক ধানের শীষ প্রতীকের জুড়ালো ভূমিকা পালনের জন্য জনাব মাহিদুর রহমান আহব্বান জানান* |