মৌলভীবাজার জেলা জনসেবা সংস্থা, মিডল্যান্ডস, ইউকে-এর সাধারণ সভা অনুষ্ঠিত বন্যাদূর্গতদের পাশে দাঁড়াবার অঙ্গিকার

ব্রিটবাংলা ডেস্কঃমৌলভীবাজার জেলা জনসেবা সংস্থা, মিডল্যান্ডস, ইউকে-এর কার্যকরী পরিষদ পুর্নগঠন করা হয়েছে।

গত ২৫ জুন দুপুর সাড়ে বারোটার সময় কভেন্ট্রি রোডস্থ মিষ্টিদেশ রেস্টুরেন্টের হলরুমে সংগঠনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভপতিত্ব করেন ড. এম জি মৌলা মিয়া। সভা পরিচালনা করেন আশিকুর রহমান তালুকদার।
পবিত্র কোরআন তেলাওয়াতের পর সংগঠনের উপস্থিত সকল সদস্যবৃন্দ বিগত দিনের বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন।

তারা মৌলভীবাজার জেলার উন্নয়ন এবং প্রবাসে বসবাসরত মৌলভীবাজারবাসীর মাঝে ঐক্য ও সৌহার্দ্ প্রতিষ্ঠার জন্য সংগঠনের কার্যক্রম জোরদার করার উপর জোর দেন।

বিশেষ করে সম্প্রতি মৌলভীবাজার জেলায় প্রাকৃতিক দূর্যোগ পরবর্তি পরিস্থিতি মোকাবেলায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াবার প্রয়োজীয়তা তুলে ধরেন বক্তারা।

বক্তব্য রাখেন- গোলাম মো. মাহমুদ মিয়া, আলহাজ্ব আয়াছ আহমদ।
আলোচনা পর্ব শেষে ব্যাপক আলাপ আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে ড. এম জি মৌলা মিয়াকে সভাপতি ও আশিকুর রহমান তালুকদারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ পুনর্গঠন করা হয়।

অন্যান্য দায়িত্বশীলা হলেন- সহ সভাপতি ইমামি উদ্দিন আহমদ, সৈয়দ এলাহি হক সেলু, মো. ফজলু মিয়া, সোহেল আহমদ চৌধুরী, নুরুল ইসলাম কিসলু, জয়েন্ট সেক্রেটারী- রুহেল আমিন খান, রাজু আহমেদ পারভেজ, তাজুল ইসলাম (মুরাদ), কোষাধ্যক্ষ- সাইফুর রহমান বাসিক, সহ কোষাধ্যক্ষ- গোলাম মো্স্তাফা আহমদ মিয়া, সাংগঠনিক সম্পাদক- মো. মিসবা উদ্দিন, মো. সিতার মিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- আফজাল মিয়া (আব্বাস). সাইফুল ইসলাম, প্রেস ও মিডিয়া বিষয়ক সম্পাদক- জাহাঙ্গীর বখশ, ধর্ম ও কমিউনিটি এফেয়ার্স সম্পাদক- মাসুদ আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক- শাহজাহান খান, খেলাধূলা ও সাংস্কৃতি সম্পাদক- জয়নাল আহমেদ, দপ্তর সম্পাদক- নজরুল ইসলাম। সদস্য- মোহাম্মদ সালিক, আব্দুল মুমিত মিয়া, মাহবুবুর রহমান, আখলিছ মিয়া, আব্দুস সহিদ, মুক্তাদির মিয়া। উপদেষ্টা বোর্ডে রয়েছেন- গোলাম মোহাম্মদ মাহুমদ মিয়া, মসুদ আহমেদ, হাবিবুর রহমান, কয়ছর আহমেদ, আয়াছ আহমেদ।
বর্নার্তদের সাহায্যের জন্য অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের মধ্য থেকে তাংক্ষণিক কয়েক লক্ষাধিক টাকার তহবিল সংগ্রহ করা হয়
সমাপনী বক্তেব্যে মৌলভীবাজার জেলা জনসেবা সংস্থা, মিডল্যান্ডস, ইউকে-এর সভাপতি ড. এম জি মৌলা মিয়া সংগঠনের পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে মৌলভীবাজার জেলার উন্নয়ন ও যুক্তরাজ্যের সকল মৌলভীবাজারবাসীর সাথে সেতুবন্ধন তৈরীতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।বিজ্ঞপ্তি

Advertisement