ব্রিটবাংলা রিপোর্ট : গ্রেটার ম্যানচেস্টারে একজন মসজিদের ঈমাম ছুরিকাহত হয়েছেন। পুলিশ একে ঘৃনাজনিত অপরাধ হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত করছে। এ ঘটনার সঙ্গে সংশ্লিস্ট সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ম্যানচেষ্টারের হেইল এলাকার এ্যালট্রিনশ্যাম এন্ড হেইল মুসলিম এসোসিয়েশনের ঈমাম ডক্টর নাসের কারদিকে মসজিদের বাইরে রোববার বিকেলে আনুমানিক ৫টা ৫০ মিনিটের দিকে ছুরিকাঘাত করা হয়। মসজিদে প্রবেশের সময় পেছন থেকে তাঁর কাঁধে ছুরি দিয়ে আঘাত করা হয়। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ছুরিকাহত ঈমাম ডক্টর কারদির বয়স প্রায় ৫৮ বছর। পেছন থেকে আক্রমণের পর তিনি দৌঁড়ে মসজিদের ভেতরে প্রবশে করেন। এরপর এম্বুলেন্স ও পুলিশ ডাকা হয়।
এদিকে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ৫৪ ও ৩২ বছরের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ একে ঘৃনাজনিত অপরাধ হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে।
Imam stabbed in the neck outside mosque
A doctor has been stabbed in the back of the neck on his way to a mosque in Greater Manchester, in a suspected hate crime.
Consultant surgeon Dr Nasser Kurdy was attacked outside the Altrincham and Hale Muslim Association at about 17:50 BST and was taken to hospital.
He has since been discharged and a 54-year-old man and a 32-year-old who were arrested are being questioned.
Greater Manchester Police have asked for any witnesses to come forward.
Dr Kurdy heard Islamophobic comments at the time of the attack, community sources said.
Police said the 58-year-old was on his way to the mosque, where he is the vice-chairman and has led prayers, when he saw another man across the road.
“A short time later he felt an injury to the back of his neck. He ran into the centre and then called emergency services.”
Assistant Chief Constable Russ Jackson said it was a “nasty and unprovoked attack” to a “much-loved” man.