শেখ সুরত মিয়া আছাব : নব-নিযুক্ত বাংলাদেশ সহকারী রাষ্ট্রদূত কাজী জিয়াউল হাসানের আমন্ত্রণে নর্থ ইংল্যান্ডে কর্মরত সাংবাদিকদের বৃহৎ সংগঠন নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিস্ট এসোসিয়েশন’র প্রতিনিধি দলের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ম্যানচেস্টারস্থ সহকারী দূতাবাস । এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা
মিজানুর রহমান মিজান, উপদেষ্টা সৈয়দ সাদেক আহমদ, সহ- সভাপতি আবু সাঈদ চৌধুরী সাদি, যুগ্ম সম্পাদক রুপ চাঁদ দাস রুপক, কোষাধ্যক্ষ মুকিত চৌধুরী সিতু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ মোস্তাফিজ রাসেল প্রমুখ।
মতবিনিময় সভায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রবাসীদের অনন্য ভূমিকা সহ দেশের আত্মসামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভুমিকা তুলে ধরে তাঁদেরকে প্রাপ্য সম্মান জানানোর জন্য সহকারী রাষ্ট্রদূতকে আনুরোধ করা হয়। এছাড়া নতুন প্রজন্মকে কিভাবে বাংলাদেশের সাথে সম্পৃক্ত করা যায়, এ বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়। সেই সাথে প্রবাসী বাংলাদেশীরা কিভাবে সহজে ও নিরাপদে দেশে বিনিয়োগ করতে পারেন এ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করার আহ্বান জানান উপস্থিত সাংবাদিকরা।
প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করতে উপস্থিত সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন নব নিযুক্ত সহকারী রাষ্ট্রদূত । তিনি তাঁর বক্তব্যে বলেন- বাংলাদেশ যে ভাবে প্রতিটি সেক্টরে উন্নয়ন করছে তার ধারাবাহিকতা বজায় রাখতে প্রবাসে বসবাসরত সবাইকে দেশের উন্নয়নে এক সাথে কাজ করতে হবে। তাহলে বাংলাদেশ খুব শীঘ্রই একটি উন্নত দেশে পরিণত হবে। এ সময় তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে তাঁর কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন।
আগামী মে মাসে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান আয়োজনের কথা জানান সহকারী রাষ্টদুত। এতে সকলের অংশগ্রহণ যাতে নিশ্চিত হয়। এ বিষয়ে সবাইকে অবগত করার জন্য উপস্থিত সাংবদিকদের অনুরোধ করেন তিনি। সহকারী রাষ্ট্রদূত জানান, এ বছরের নববর্ষের আয়োজনে শিশু,কিশোর ও নারীদের জন্য বিশেষ আকর্ষণীয় পুরস্কার সহ নানাবিধ খেলাধূলার সুযোগ থাকবে। এতে শিশু-কিশোরদের অংশগ্রহণ যাতে নিশ্চিত হয় এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
নব নিযুক্ত সহকারী রাষ্ট্রদুতকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান সংগঠনটির নেতৃবৃন্দ। এ সময় সহকারী রাষ্টদুত প্রবাসে শত ব্যস্ততার মাঝেও নিজের দেশ, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সাংবাদিকরা যেভাবে কাজ করছেন তাঁর ভূঁয়সি প্রশংসা করেন তিনি। এছাড়াও উপস্থিত সাংবাদিকদের বঙ্গবন্ধু লাইব্রেরী ঘুরে দেখান তিনি। এ সময় তিনি ১৪ টি ভাষায় প্রকাশিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আ্ত্মজীবনি সম্পর্কে উপ্স্থিত সাংবাদিকদের অবহিত করেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের দেশের উন্নয়নে সবসময় পাশে থাকার অনুরোধ করেন তিনি।