সিলেট অফিস :: প্রায় ৮ বছর পর ঢাকা-ম্যানচেস্টার রুটে ফ্লাইট চালু করেছে বাংলাদেশ বিমান। রবিবার সকালে ফ্লাইটটির উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি। ঢাকা-ম্যানচেস্টার এই ফ্লাইটের সাথে যুক্ত রয়েছে সিলেটও।
ম্যানচেস্টার থেকে ফেরার পথে সরাসরি সিলেটে আসবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। সিলেট থেকে আবার যাবে ঢাকায়। এভাবে সপ্তাহে ৩ দিন ঢাকা-ম্যানচেস্টার-সিলেট রুটে পরিচালিত হবে বিমানের বিজি-০০৭ ফ্লাইটটি।
এই ফ্লাইটটি প্রথম বারের মতো সিলেটে নামবে আজ সোমবার। বেলা ১২টার দিকে ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করার কথা রয়েছে। সিলেটভিউকে এ তথ্য নিশ্চিত করেছেন ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ।
এদিকে, ম্যানচেস্টার-সিলেট রুটে ফ্লাইট চালু সিলেটবাসী ও প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে সেই দাবি পূরণ হলো।