ময়মনসিংহে অসচ্ছল ও চিকিৎসার জন্য সাংবাদিকদের মধ্যে আজ ১০ লাখ ৫০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে ৯ জন সাংবাদিকের হাতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক তুলে দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএফইউজে’র সহ-সভাপতি মোশাররফ হোসেন, যুগ্ম-মহাসচিব অমিত রায়, এমইউজে’র সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফাসহ অন্যরা। বক্তারা অসচ্ছল সাংবাদিকদের আর্থিক সহায়তা দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Advertisement