ব্রিটবাংলা ডেস্ক : ব্রিটিস সরকারের প্রতিদিনের নিয়মিত করোনা তথ্য মঙ্গলবার প্রকাশিত হবে না। যান্ত্রিক ত্রুটির কারণে তথ্য সংগ্রহের ক্ষেত্রে জটিলতা সৃস্টি হওয়ার ফলে মঙ্গলবারের নিয়মিত করোনা আপডেট প্রকাশ করা হবে না বলে জানিয়েছে পাবলিক হ্যালথ ইংল্যান্ড।
এক টুইট বার্তায় বিকাল ৪টার দিকে পাবলিক হ্যালথ জানিয়েছে, ইংল্যান্ড এবং ইউকের নিয়মিত করোনা তথ্য মঙ্গলবার প্রকাশ করা হবে না।
উল্লেখ্য করোনায় গতকাল (সোমবার) ব্রিটেনে ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় ব্রিটেনে মৃতের সংখ্যা ৪৬ হাজার ৫শ ২৬ জন বলে পাবলিক হ্যালথ ইংল্যান্ড জানিয়েছিল।
Advertisement