ব্রিট বাংলা ডেস্ক : যুক্তরাজ্যের শতকরা ৮০ ভাগ মানুষ করোনায় আক্রান্ত হবে বলে ভবিষ্যৎবাণী করেছেন ব্রিটিশ সরকারের একজন উপদেষ্টা। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-বৈজ্ঞানিক উপদেষ্টা রূপার্ট শুট ।
তিনি বলেন সুপারমার্কেটে বা নিজের বাড়িতে যতটা কাজের ঝুঁকি আছে কর্মক্ষেত্রে ততটা নেই। আমারা ধারণা ৮০ শতাংশ মানুষ ভাইরাসে আক্রান্ত হবে। এখনও যদি না হয়ে থাকে তবে কিছুদিনের মধ্যেই হবে। তিনি আরো বলেন করোনা নিয়ে আমরা কিছু গোপন করছি না।
এদিকে সরকারের নির্দেশনা অমান্য করে এমন তথ্য প্রকাশ করায় কড়া সমালোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র। তিনি বলছেন, সরকারের উদ্দেশ্য করোনার প্রার্দুভাব রোধ করে যেভাবেই হোক মানুষের জীবন রক্ষা করা। সেক্ষেত্রে এমন তথ্য বিভ্রান্তির সৃষ্টি করে।
প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৭ হাজার ৮৬২ জন মারা গেছে।