১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কভেন্ট্রি শাহজালাল মসজিদ হলে গত বুধবার রাত এগারোটায় এক আলোচনা সভার আয়োজন করে কভেন্ট্রি যুবলীগ। স্থানীয় যুবলীগের সভাপতি হোসেন আহমেদ’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল বাছির এর পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব মিসবাউর রহমান মিসবা ও প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কভেন্ট্রি আওয়ামীলীগের সভাপতি মকদ্দুছ আলী। স্থানীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হবার পর ১৫আগষ্টে নিহত সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিনিয়র সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী অনর উদ্দিন জাহিদ, সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আলী আজগর, সহসভাপতি আব্দুল জব্বার, সহসভাপতি আব্দুল মুকিত চৌধুরী, সহসভাপতি সাবেক কাউন্সিলর সলিসিটর মায়া আলী, সহসভাপতি কবি আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা মিয়া, লেস্টার মহিলা যুবলীগ সভানেত্রী কলি হোসাইন, বার্মিংহাম যুবলীগের সাবেক সভাপতি হাছন মিয়া, কমিউনিটি নেতা শাহিন আহমদ, সাবেক সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক যুক্তরাজ্য যুবলীগ নেতা এম,এ,ফাত্তাহ্। সভায় প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশেষ অতিথিবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান মুজিব, খালেদ হোসেন, শফিক মিয়া , মিলাওয়াত হোসেন, হারিছ আলী। যুবলীগের সহসভাপতি আলী হোসেন, ফখরুল ইসলাম রিপন, মোশারফ হোসেন, আব্দুল ওহাব, যুগ্ম সম্পাদক আলী আহমদ, ধন মিয়া প্রমুখ। সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধুসহ ১৫ই আগষ্টে নিহত সকলের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ, কভেন্ট্রি শাখার জাতীয় শোক দিবস পালন
Advertisement