ব্রিটবাংলা ডেস্ক:যুক্তরাজ্য খেলাফত মজলিসের ১৭ জন সদস্য প্রার্থীদের কেন্দ্রের অনুমোদন স্বাপেক্ষে সদস্য শপথ অনুষ্ঠান পরিচালনা করছেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও ইউরোপের প্রধান পরিচালক অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ।
২৬জানুয়ারী শুক্রবার খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার প্রশিক্ষণ সভায় উক্ত শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শাখার সভাপতি মাওলানা সাদিকুর রাহমানের সভাপতিততে ও সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হকের পরিচালনায় এতে পবিত্র দারসে কোরআন পেশ করেন, শাখার সহ সভাপতি হাফিজ মাওলানা মুফতী হাসান নুরী চৌধুরী।
শপথের তাৎপর্য উপর আলোচনা পেশ করেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ।
সংগঠন ও আনুগত্য শীর্ষক আলোচনা পেশ করেন, ইউরোপের সহকারী পরিচালক ড. আবদুস শুকুর।
খেলাফত মজলিসের সর্বোচ্চ স্তরের সদস্য হিসেবে যাদের কে শপথ প্রদান করা হয় তাঁরা হলেন, ইউরোপ খেলাফত মজলিসের সহকারী পরিচালক ড. আব্দুশ শুকুর, যুক্তরাজ্য খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাদিকুর রহমান, সহ সভাপতি মুফতি তাজুল ইসলাম, মাওলানা শওকত আলী, হাফিজ আব্দুল কাদির, মুফতি হাসান নূরী চৌধুরী, শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান সাবীর, সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম মামরখানী, মুহাম্মদ আব্দুল কারীম উবায়েদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা তায়ীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা কামরুল হাসান খান, দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আতাউর রহমান জাকির, অফিস সম্পাদক সৈয়দ মারুফ আহমেদ, সদস্য মাওলানা আব্দুল আহাদ, লন্ডন মহানগরীর সভাপতি হাফিজ মাওলানা এনামুল হক, সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান ও ক্যামব্রিজ শাখার সভাপতি মাওলানা নোমান আহমাদ প্রমুখ।