যুক্তরাজ্য জাসদের কার্যকরী কমিটির সভা অনুষ্টিত

গত ১১ই ডিসেম্বর মঙ্গলবার পুর্বলন্ডনের মাক্রোবিজনেস সেন্টারে যুক্তরাজ্য জাসদের কার্যকরী কমিটির সভা অনুষ্টিত হয় ।

সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য জাসদের সভাপতি বীর মুক্তিযুদ্ধা এডভোকেট হারুনুর রশীদ এবং সভা পরিচালনায় করেন সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু ।

সভার শুরুতে সম্প্রতি প্রয়াত সিলেট জেলা জাসদের সাবেক সভাপতি জনাব আব্দুস সাত্তার, বার্মিংহাম জাসদের সাবেক নেতা বিশিষ্ট প্রগতিশীল সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিলওয়ার হোসেন মন্জু এবং তাঁরামন বিবির মৃত্যুতে এক শোক প্রস্তাব গৃহিত হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয় ।
সভায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপঠের উপর বিষদ আলোচনা হয় । বক্তারা বলেন, এবারের নির্বাচন বাংলাদেশের জনগন বিশেষ করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল রাজনৈতিক দলের জন্য খুবই গুরুত্ব বহন করে । তাই আগামী নির্বাচনে বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল তথা মহাজোটের প্রার্থীকে আবারও নির্বাচিত করার জন্য বাংলাদেশের জনগনের প্রতি আহবান জানান ।
উক্ত সভায় যুক্তরাজ্য জাসদের আগামী সম্মেলনের ব্যাপারে ও বিষদ আলোচনা করা হয়। সভায় উপস্হিত থেকে যারা বক্তব্য রাখেন তারা হলেন, যুক্তরাজ্য জাসদের সাবেক কার্যকরী সভাপতি প্রবীন জাসদ নেতা জনাব সামসুল আবেদিন নেসওয়ার, সিনিয়র জাসদ নেতা জনাব এম এ মুনিম, যুক্তরাজ্য জাসদের সাবেক সাধারন সম্পাদক জনাব ইমতিয়াজ আহমদ, যুক্তরাজ্য জাসদের সাবেক সাধারন সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক, সর্ব ইউরোপিয়ান জাসদের আহবায়ক মতিয়ুর রহমান মতিন, সহ সভাপতি আসাদুল হক আজাদ, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শাহজাহান ও সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া ও কাজী দিলওয়ার হোসেন, দপ্তর সম্পাদক সাবুল সামসুজ্জামান, অর্থ বিষয়ক সম্পাদক রেদওয়ান খাঁন, প্রচার ও যোগাযোগ সম্পাদক এমরান আহমদ, যুক্তরাজ্য নারী জোটের যুগ্ম আহবায়ক রেহানা বেগম । এ ছাড়াও উপস্হিত ছিলেন যুক্তরাজ্য জাসদের মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা বিলকিস মনসুর।সভাপতির বক্তব্যের মাধ্যমে কার্যকরী সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

Advertisement