বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে এবং দক্ষিণ সুরমার কৃতি সন্তান যুক্তরাজ্য বিএনপির তিন বারের সফল সভাপতি এম এ মালিকের সাথে যুক্তরাজ্য প্রবাসী মোগলা বাজার বিএনপি’র সর্মথক গোষ্ঠী এক মত বিনিময় সভা গত ১৯/০২/২০১৮ পূর্ব লন্ডনের Jannah grill restaurant, Bethnal Green এ অনুষ্টিত হয়।
বিশিষ্ট সমাজ সেবী আব্দুল মজিদ লাল মিয়ার সভাপতিত্বে, লন্ডন মহানগর বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ সামসুল ইসলামের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন দিলাল আহমেদ। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিক, প্রধান বক্তা ছিলেন লন্ডন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবেদ রাজা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লন্ডন মহানগর বিএনপি’র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, আফতাব উদ্দিন, আশরাফ আলী চানা, তৈয়ব আলী সাজু , মুহিদুর রহমান, জামাল আহমেদ, আব্দুল আহাদ।
সভায় আরো বক্তব্য রাখেন হাবিবুর রহমান রুবেল,সেবুল ইসলাম,বাবলা মিয়া,কুতুব উদ্দিন,আব্দুল ওদুদ,খালেদ মিয়া,নজরুল ইসলাম,সেলিম উদ্দিন,আব্দুল আহাদ,আলমাস আহমেদ,নজরুল ইসলাম মাসুক,জিয়া রহমান,ময়নুল হক,মান্জারুল আলম সুমন,শাহাব উদ্দিন,ইফতেকার চৌধুরী,মালিক মাহমুদ,মুক্তার আহমেদ,ময়নুল ইসলাম,শিহাব উদ্দিন আহমেদ,রাজ হাসান সহ আর অনেক।সভায় বক্তারা জিয়া পরিবারের বিরুদ্ধে আদালতের রায় কে সরকারের এজেন্ডা বাস্তাবায়নের চেষ্টা বলে অবিহিত করেন। প্রধান অতিথির বক্ত্যবে জনাব এম এ মালিক বলেন খালেদা জিয়া কে জেলে দিয়ে বিএনপি ভাঙ্গা যাবেনা, সরকারের সেই উদ্দেশ্য কখন পুরণ হবে না।তিনি তার বক্তব্যে অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তির দাবী জানান এবং প্রবাসী মোগলা বাজারবাসী। বিজ্ঞপ্তি।