যুক্তরাজ্য যুবলীগের ইফতার : প্রধানমন্ত্রীর প্রতি প্রবাসীদের সহযোগিতা কামনা

রায়হান তালুকদার : বুধবার পূর্ব লন্ডনের ইম্প্রেশন ভেন্যুতে লন্ডনের বাঙ্গালী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সকল বারার নব নির্বাচিত বাঙ্গালী কাউন্সিলার এবং স্থানীয় প্রিন্ট এবং ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সন্মানে যুক্তরাজ্য যুবলীগ আয়োজন করে এক ইফতার মাহফিল এবং আলোচনা সভার। এতে লন্ডন এবং লন্ডনের বাইরে থেকে প্রায় সাতশত বাঙ্গালী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতেই কুরআন তেলাওয়াত করেন কাউন্সিলর নাজমা রহমান এবং আজাদুর রহমান আজাদের সুযোগ্য পুত্র হাফিয আল মাহি রহমান।

অনুষ্ঠানে বৃটিশ রাজনীতিতে সম্পৃক্ত হওয়া নতুন প্রজন্মের কাউন্সিলারদেরও স্বাগত জানান যুক্তরাজ্য যুবলীগ। যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফকরুল ইসলাম মধুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ফারুক, সহ সভাপতি আবুল হাশেম, সহ সভাপতি হরমুজ আলী, সহ সভাপতি সিতাব চৌধুরী , সহ সভাপতি শাহ আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী। টেলি কনফারেন্সের মাধম্যে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনয়ারুজ্জামান চৌধুরী। আরও বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি নাহাস পাশা , আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য শাহ ফারুক, আহমেদ হাসান, সারব আলী, আ স ম মিসবা, রবিন পাল ,এস এম সুজন, লুৎফর রহমান সায়েদ, খসরুজ্জামান খসরু, কাওসার চৌধুরী, মেহের নিগার চৌধুরী, যুক্তরাজ্য মহিলা লীগের সহ সভাপতি আনজুমান আরা আনজু, হোসনে আরা মতিন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাজিয়া স্নিগ্ধা , লন্ডন আওয়ামীলীগ সহ সভাপতি আনহার মিয়া, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তারিফ আহমেদ সহ যুক্তরাজ্য যুবলীগের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নব নির্বাচিত কাউন্সিলারদের মাঝে উপস্থিত ছিলেন কাউন্সিলার আহবাব হোসেন, কাউন্সিলার সাবিনা আখতার, কাউন্সিলার কাহার মিয়া, কাউন্সিলার সাদ , কাউন্সিলর দিপা দাস, কাউন্সিলর রিতা, কাউন্সিলর জোসনা, কাউন্সিলর নাজমা রহমান ,কাউন্সিলার জ্যানেট, কাউন্সিলর মুজিবুর রহমান, কাউন্সিলর হানিফ আবদুল, কাউন্সিলর আব্দাল উল্লাহ, কাউন্সিলর তারেক প্রমুখ। এছাড়াও টাওয়ার হ্যামলেটস লেবারের সাবেক  লিডার হেলাল উদ্দিন আব্বাস।

আয়োজন সম্পর্কে যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু বলেন, আজকে ব্রিটেনের মূল ধারার রাজনীতিতে বাঙালিদের অভূতপূর্ব সাফল্যে আমরা গর্বিত। তাইতো তাদেরকে নিয়েই এ আয়োজন। এবারে এতো সংখ্যক বাঙ্গালী কাউন্সিলার নির্বাচিত হওয়াকে একটি ঐতিহাসিক ঘটনা বলে অভিহিত করেন তিনি। তিনি আরও বলেন এবারই প্রথম ইস্ট লন্ডনের সব বারায় সবচাইতে অধিক সংখ্যক বাঙ্গালী কাউন্সিলর হয়েছেন। জননেত্রি যেমন দেশকে উন্নয়ের শিখরে পৌঁছে দিয়ে বিশ্ব বাঙ্গালিকে গর্বিত করেছেন তেমনি এদেশের বাঙালিরাও জনপ্রতিনিধি হয়ে আমাদেরকে গর্বিত করেছে।তাই আমাদের দায়িত্ব তাঁদেরকে বাংলাদেশের বর্তমান সরকারের সাফল্য, অগ্রগতি এবং উন্নয়ন অভিযাত্রা তুলে ধরা।

যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম খান বলেন, আসন্ন বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রবাসীদের বিশেষ করে সাংবাদিক এবং জনপ্রতিনিধিদের সহযোগিতা প্রয়োজন যাতে করে জননেত্রি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ পুনরায় ক্ষমতায় এসে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারে।

ইফতার পরিবেশনের পর বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগের আফজল হোসেন, আকতার আহমেদ, নজমুল ইসলাম, মোহাম্মাদ ফিরুজ, সৈয়দ আজিজুর রাহমান শামিম, শামসাদুর রহমান রাহিন, আজমল আলী, মন্তর আলী রাজু, নুরুল ইসলাম জিতু,মাহবুব আহমেদ, ফয়জুর রহমান চৌধুরী মোস্তাক , জামাল আহমেদ খান, দেলোয়ার হোসেন লিটন, আনিসুজ্জামান আজাদ, ফয়জুর রহমান ফয়েজ, আমিনুল ইসলাম রাবেল, সারজন খান, জুবায়ের আহমেদ, কাজি মাসুম, বাবুল খান, মাহমুদ আলী, এম এ জিলু, লিলু মিয়া তালুকদার, তারেক আহমেদ, ফরসাল হোসেন সুমন , মোহাম্মাদ আয়াস, আব্দুর রহমান শামিম, জেনিফার লাক্সমি, আসাবুর রহমান জীবন, অজিত লাল দাস, ,মোতাহের আলী সুহেল, দুলাল আহমেদ, রুহুল আমীন দোলন, কবিরুল ইসলাম, সিরাজুল ইসলাম তসলু, জুবায়ের আলম, আনসার আহমেদ, আতিকুর রহমান লেবু, দেলোয়ার হোসেন।

আরও বক্তব্য রাখেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান মিরন, বাংলা প্রেসক্লাব, বার্মিংহাম-মিডল্যান্ডসের সাধারণ সম্পাদক তালুকদার রায়হান, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের ফয়েজ খান তৌহিদ, কভেন্ট্রি যুবলীগের সভাপতি হোসেন আহমেদ, যুক্তরাজ্য যুবলীগের সহ-সাংস্কৃতিক সম্পাদক এম এ ফাত্তাহ, যুক্তরাজ্য রুম্মান আহমেদ, কামরুল ইসলাম মুন্না, গোলাম ফারুক, খালেদ আহমেদ জয় প্রমুখ। সাউথ লন্ডন যুবলীগের মুজাহিদ ইসলাম লিটন, মাসুম আহমেদ,রাসেল আহমেদ জুয়েল, সাইদুল আলম, আনোয়ার আলী, মতিউর রহমান, শওকত জাগিরদার, যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদ এবং সাধারণ সম্পাদক সজীব ভুঁইয়া।

বিজ্ঞাপন…

অনুষ্ঠানে অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগ,মহানগর আওয়ামীলীগ, মহানগর যুবলীগ, যুক্তরাজ্য যুব মহিলা লীগ, যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগ, যুক্তরাজ্য ছাত্রলীগ, লন্ডন আওয়ামীলীগ সহ কমিউনিটির সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Advertisement