বক্তব্য রাখছেন লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম
বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, স্বাধীনতা সংগ্রামের বন্ধু নোরা শরীফের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য যুব মহিলা লীগ আয়োজন করে এক স্মরন সভার। বুধবার পূর্ব লন্ডনের একটি হলে যুক্তরাজ্য যুব মহিলা লীগের আয়োজিত স্মরন সভায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সালমা আকতারের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাজিয়া স্নিগ্ধা এওং যুগ্ম সম্পাদক শাহিন নাহার লীনা।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাই কমিশন লন্ডনের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম।বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।
অনুষ্ঠানের শুরুতেই ব্যারিস্টার নোরা শরীফের ওপর সংক্ষিপ্ত ডকুমেন্টারি প্রদর্শনের পরে নোরা শরীফের জীবনীর ওপর একটি বুকলেট প্রদান করা হয় সকলকে।
অনুষ্ঠানে বাংলাদেশ হাই কমিশন লন্ডনের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম হাই কমিশনের পক্ষ থেকে আগামী বছর থেকে নোরা শরীফ ফ্রীডম এওয়ার্ড প্রদান করার ঘোষণা দেন। তিনি বলেন, নোরা শরীফ ছিলেন একজন আদর্শ মা, আদর্শ গৃহিণী, আদর্শ সমাজকর্মী। বাঙালি না হয়েও ছিলেন বাঙালি নারীর প্রতিচ্ছবি।তিনি লন্ডনে নোরা শরীফকে নিয়ে একটি ফাউন্ডেশন গঠন করার প্রস্তাব করেন যাতে ভবিষ্যৎ প্রজন্ম নোরা শরীফ সম্পর্কে আরও জানতে পারে।
উপস্থিত অতিথিবৃন্দ বলেন,“ব্যারিস্টার নোরা শরীফ জন্মসূত্রে ছিলেন আইরিশ, জন্ম আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে। স্বাধীনতা সংগ্রামের বন্ধু হিসেবে নোরা শরীফ ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ সম্মাননা পেয়েছেন। ১৯৭২ থেকে ৭৪ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন শিক্ষক হিসেবে স্বাধীন বাংলাদেশে নোরা শরীফ তিন বছর কাটিয়েছেন। বাঙালিদের সঙ্গে তিনি বাংলাতেই কথা বলতেন। বাসায় ও বাইরের প্রায় সব অনুষ্ঠানে শাড়ি পরতেন তিনি। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর ৭০ বছর বয়সে নোরা মারা যান।নোরা শরীফ আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর পক্ষে আইনজীবি পাঠাতে সাহায্য করেছিলেন, যুদ্ধাপরাধী বিচারের দাবিতে বিপুল কাজ করেছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুলতান মাহমুদ শরীফ ও নোরা শরীফ দম্পতির মেয়ে রাজিয়া শরীফ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারন সম্পাদক নইমুদ্দিন রিয়াজ, আনোয়ারুজ্জামান চৌধুরী, মারুফ চৌধুরী, সহ সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, আসম মিসবা, হুসনা মাতিন, খালেদা কোরেশী,নাজমা হোসেন,কাম্রুন নাহার শাহজাহান,যুবলীগের সাধারন সম্পাদক সেলিম আহমেদ খান, সহ সভাপতি নজমুল হোসেন,কাজি মাসুম, আনসার আহমেদ উল্লাহ, ইকবাল হোসেন,সেলিম চৌধুরী,আফসার খান সাদেক, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জিয়া, সারোয়ার কবির ঊর্মি মাজহার,হাসিনা হুসাইন , মাহমুদা মনি, মিফাতুল নুর,ইয়াসমিন আকতার,রাখি খান, কাজী মাসুম, মাহমুদ আলী,জলিল চৌধুরী, মোঃ গোলাম মিয়া , কাউন্সিলর মইন কাদেরি, কাউন্সিলর , ব্যারিস্টার মনির জামান শেখ, ব্যারিস্টার ইমরান, আশরাফ উদ্দিন, শামসুল চৌধুরী, সৈয়দ রব, আব্দুল কুদ্দুস চৌধুরী মুরাদ, রুমান আহমেদ,মোশারফ হোসেন , আব্দুল হেলাল, ব্যারিস্টার নাইমুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শেষে আগত অতিথিবৃন্দ ফুল দিয়ে নোরা শরীফের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।