যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ৬ গাড়ির দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাস শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত নয়জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও কয়েকজন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গত শনিবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকাল ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ মিডিয়া দ্য গার্ডিয়ান।রবিবার (৩০ জানুয়ারি) নর্থ লাস ভেগাস পুলিশ বলছে, সিগন্যাল অমান্য করে একটি গাড়ি বেশি গতিতে গিয়ে কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে সব মিলিয়ে ছয়টি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। নিহতদের মধ্যে গাড়িগুলোর চালক ও যাত্রীরা রয়েছেন। তারা সকলেই কিশোর থেকে মধ্যবয়সী।দুর্ঘটনার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে দুজনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের একজন মারা গেছেন। আরেকজনের অবস্থা গুরুতর। চালকসহ বাকি আটজনের পরিচয় শনাক্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।নর্থ লাস ভেগাসের মুখপাত্র অ্যালেক্সান্ডার কুয়েভাস বলেছেন, এ রকম ভয়াবহ দুর্ঘটনা আমরা আগে দেখিনি। বিকাল তিনটার দিকে গাড়িগুলোর মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে।নর্থ লাস ভেগাসের কাউন্সিল ওমেন পামেলা গোয়েনেস-ব্রাউন বলেছিলেন, নিহতদের পরিবারের সঙ্গে আমরা প্রার্থনা করছি। অসাবধানতার কারণে তাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। গাড়ির গতিসীমার দিকে নজর দেওয়া উচিৎ।

Advertisement