ব্রিট বাংলা ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকর ২০২০-২১ সালের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
১ ডিসেম্বর নতুন এ কমিটি ঘোষণা করা হয়। এতে সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ হোসেন খান সভাপতি ও মোহাম্মদ গোলাম মোস্তফা পুনরায় সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন।
এদিন জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের ১৮ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার তৈয়বুর রহমান হারুন। কমিশনের সদস্যদ্বয় ছিলেন মো. আইনুল ইসলাম খান ও রীনা সাহা।
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকর ২০২০-২১ সালের কার্যকরী কমিটির কর্মকর্তারা হলেন- সভাপতি মোহাম্মদ হোসেন খান, সিনিয়র সহসভাপতি সাঈদা আক্তার লিলি, সহসভাপতি এমএস আলম ও মোহাম্মদ শামসুদ্দীন গাজী, সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ মো. হানিফ মজুমদার, সাংস্কৃতিক সম্পাদক রওশন আরা বেগম, দফতর সম্পাদক সাইফুল ইসলাম, রিচার্স ও পাবলিকেশন্স সম্পাদক মো. লিয়াকত আলী।
কার্যকরী পরিষদের সদস্যরা হলেন- মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান, মো. আজহার আলী খান, অনুপ কুমার দাস, মো. আব্দুস সালাম ও মো. ইউসুফ আলী।