যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন সাকিব

ব্রিট বাংলা ডেস্ক : দেশে চার সপ্তাহের অনুশীলন শেষে যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন সাকিব আল হাসান। আগামীকাল (শুক্রবার) ভোর রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সাকিব ঢাকা ছাড়বেন বলে জানিয়েছে তার পরিবারের একটি সূত্র।

যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানদের সঙ্গে প্রায় সাড়ে পাঁচ মাস সময় কাটিয়ে গত ২রা সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন সাকিব। ৫ই সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে তার দুই ঘনিষ্ঠ কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে সাকিব শুরু করেন মাঠে ফেরা প্রস্তুতি। বাংলাদেশের শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় মাঠের ফেরার প্রস্তুতিতে ইতি টেনেছেন সাকিব।

জুয়াড়ির প্রস্তাব গোপন করায় সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে আগামী ২৯শে অক্টোবর। শ্রীলঙ্কা সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল সাকিবের। ২২ গজে সাকিবের প্রত্যাবর্তন হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিকল্পিত কর্পোরেট টি-টোয়েন্টি দিয়ে। লঙ্কান প্রিমিয়ার লীগের নিলামে (এলপিএল) সাকিবের নাম থাকলেও বিসিবি ছাড়পত্র দেবে না বলে জানিয়ে দিয়েছে। বিসিবি সভাপতি জানিয়েছেন, এলপিএলে খেলার জন্য বাংলাদেশের ক্রিকেটারদের ছাড়পত্র দেবে না বিসিবি।

Advertisement