যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় শিশুসহ নিহত ৩

যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার রয়েল পাম বিচ এলাকায় পাবলিক্স গ্রোসারি নামের একটি সুপারশপে বন্দুকধারীর গুলিতে এক শিশুসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। সূত্র: সিএনএনস্থানীয় শেরিফ অফিস জানিয়েছে, ওই তিনজনের মাঝে হামলাকারী ব্যক্তি নিজেই একজন। এছাড়া আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।যে স্থানে এ ঘটনাটি ঘটেছে সেটি মিয়ামি থেকে ১৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত। মারা যাওয়া ছেলে শিশুটির বয়স মাত্র ১ বছর। তার সাথে থাকা নারী তার নানি/দাদি। তবে ওই হামলাকারী এবং মৃতদের মাঝে কোনো সম্পর্ক এবং এ হামলার কোনো কারণ জানা যায়নি।পাবলিক্স গ্রোসারি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আইনশৃঙ্খলা বাহিনীকে এ ঘটনা তদন্তে সহায়তা করবে।

Advertisement