যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৫

ব্রিট বাংলা ডেস্ক :: যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের লাফায়েতে শহরে এক পোস্ট অফিসের কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, উড্ডয়নের পর স্থানীয় সময় শনিবার রাত ৯টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়ে একটি গাড়ির ওপর আছড়ে পড়ে। বিমানটিতে ৬ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় একজন বাদে সবাই নিহত হন। এছাড়া গাড়ির চালক ও ঘটনাস্থলে থাকা আরও দু’জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লুইসিয়ানার গভর্নর জন এডওয়ার্ডস এক টুইট বার্তায় হতাহতের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। দ্য গার্ডিয়ান।

Advertisement