যুক্তরাষ্ট্রে সহকর্মীর গুলিতে ৮ রেলকর্মী নিহত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারী রেলকর্মীর গুলিতে আট ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েকজন। বুধবার (২৬ মে) স্থানীয় সময় সকাল পৌনে ৭টার দিকে রাজ্যের সান্তা ক্লারা কাউন্টির সান হোসে শহরের একটি রেল ইয়ার্ডে বন্দুক হামলার ঘটনাটি ঘটে। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে বন্দুকধারীও নিহত হয়।যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়, পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় আটজন নিহতের খবর নিশ্চিত করা হয়েছে। সান্তা ক্লারা কাউন্টির শেরিফের কার্যালয় জানিয়েছে, হামলার পর ওই বন্দুকধারী নিহত হয়েছে।কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ব্যক্তিরা সকলেই রেলকর্মী ছিলেন। এমনকি ওই বন্দুকধারীও ছিলেন তাদের সাবেক সহকর্মী। তবে সে কেন এমন ঘটনা ঘটাল তাৎক্ষণিকভাবে সেটি জানা যায়নি। তার সহিংসতার অতীত ইতিহাসের বিষয়েও কিছু জানা যায়নি।বন্দুক হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।এ ঘটনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সান হোসে শহরের মেয়র স্যাম লাইকার্ডো। তিনি বলেন, আমাদের শহরের জন্য এটি একটি ভয়াবহ দিন। আর কখনও যেন এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে কর্তৃপক্ষ সচেষ্ট থাকবে।রেলওয়ের প্রেসিডেন্ট গ্লেন হেন্ড্রিক্স জানান, বন্দুক হামলাটি হয়েছে রেল ইয়ার্ডে, অপারেশনস কন্ট্রোল সেন্টারে নয়।বন্দুক হামলার পরপরই ঘটনাস্থল এলাকায় সড়ক ও রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। পুরো ঘটনার বিশদ তদন্তের ঘোষণা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন।

 

Advertisement