যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় রেকর্ড ১৯৩৯ জনের মৃত্যু

ব্রিট বাংলা ডেস্ক :: প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৯৩৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১২ হাজার ৭২২ জনে দাঁড়ালো।

করোনা আঘাত হানার পর একদিনে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। দেশটিতে এর মধ্যে নিউ ইয়র্কের অবস্থা ভয়াবহ। শুধু এই অঞ্চলেই একদিনে ৭৩১ জনের মৃত্যু হয়। মোট মৃত্যু ৫ হাজার ৪৮৯ জন।

এদিকে দেশটিতে আক্রান্তের সংখ্যাও হুহু করে বাড়ছে। এখন পর্যন্ত আক্রান্ত ৩ লাখ ৯৮ হাজার ৭৮৫ জন। যা বিশ্বের যেকোন দেশের তুলনায় বেশি।

তবে করোনায় মৃত্যুর দিক দিয়ে প্রথম অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ১৭ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে। এর পরের অবস্থানে রয়েছে স্পেন। দেশটিতে করোনায় মোট মৃত্যু ১৩ হাজার ৭৮৯ জন।

Advertisement