যুদ্ধবিধ্বস্ত কিয়েভে আকস্মিক সফরে বরিস

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার জন্য কিয়েভ সফরে গেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর বরিস জনসন দ্বিতীয়বারের মতো দেশটিতে আকস্মিক সফরে গেলেন। শুক্রবার (১৭ জুন) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।এর আগে এপ্রিলে কিয়েভ সফরে যান বরিস। কিয়েভে পৌঁছানোর পর নিজের টুইটে তা নিশ্চিত করেছেন ব্রিটেনের এই প্রধানমন্ত্রী। তিনি জেলেনস্কির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন।এদিকে জেলেনস্কি বলেছেন, যুদ্ধের অনেক দিন প্রমাণ করেছে ইউক্রেনের প্রতি ব্রিটেনের সমর্থন দৃঢ় ও অটল। আমাদের দেশের মহান বন্ধু বরিস জনসনকে আবার কিয়েভে দেখে আমরা আনন্দিত।অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার সিদ্ধান্ত কঠিন ছিল। তবে তা করতে আমাদের বাধ্য করা হয়েছে।

Advertisement