যুবককে পিটিয়ে হত্যা, মিরসরাই পৌর প্যানেল মেয়র গ্রেফতার

শাহাদাত হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা মামলায় চট্টগ্রামের মীরসরাই পৌরসভার প্যানেল মেয়র ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাখের ইসলাম রাজুকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার ভোরে মিরসরাই পৌর এলাকার একটি বাসা থেকে থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে মীরসরাই থানা হাজতে রাখা হয়েছে।জানা যায়, গত ২৬ জুন আজিম হোসেন শাহাদাত (২০) নামের এক যুবককে রাজুর মালিকানাধীন মীরসরাই পৌরসভার হোপ মা ও শিশু হাসপাতাল ভবনের একটি কক্ষে হত্যা করা হয়।এ ঘটনায় রাজু ও তার তিন সঙ্গীকে আসামি করে শুক্রবার রাতেই মীরসরাই থানায় এ হত্যা মামলা করেন নিহত শাহাদাত হোসেনের বাবা আবদুল বাতেন। মামলায় ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগে তোলেন আবদুল বাতেন।এ প্রসঙ্গে মীরসরাই থানার ওসি মজিবুর রহমান জানান, নিহত শাহাদাত হোসেন আজিমের বাবা আব্দুল বাতেন বাদী হয়ে মীরসরাই থানায় কাউন্সিলর রাজুকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। প্রধান আসামি শাখের ইসলাম রাজুকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্যও অভিযান অব্যাহত রয়েছে।প্রসঙ্গত, শাহাদাত আজিম ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের হাসানগনিপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে।

Advertisement