যে কারণে স্ত্রীকে নিয়ে হাসপাতালে অক্ষয়

রোববার হঠাৎই স্ত্রী অভিনেত্রী টুইঙ্কেলকে সঙ্গে নিয়ে হাসপাতালে ছোটেন বলিউডের দাপুটে অভিনেতা অক্ষয় কুমার। কিন্তু কী হয়েছে তাদের? হঠাৎ তাদের হাসপাতালেই বা যেতে হলো কেন? ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে ভক্তদের সে প্রশ্নের উত্তরও দিয়েছেন টুইঙ্কেল। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের দুজনের মধ্যে কারো করোনা হয়নি। তার পা ভেঙে গেছে। তা ড্রেসিং করাতেই হাসপাতাল যাওয়া।

কিন্তু কী ভাবে পা ভাঙলো, কবেই বা ভাঙলো, সে বিষয়ে কিছু জানাননি তিনি। করোনার চরম সঙ্কটের আবহে টুইঙ্কেলের এই দুর্ঘটনায় চিন্তিত ভক্তরা। তবে শুধু ভক্তরাই নয়, সোনালি বেন্দ্রে, নম্রতা শিরোদকার সহ বলি পাড়ার বন্ধুরাও উদ্বিগ্ন। পোস্টে কমেন্ট করে অনেকেই লিখেছেন, জলদি সুস্থ হয়ে ওঠো।

এদিকে শনিবার করোনা মোকাবেলায় অক্ষয় কুমার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা দান করেছেন।

Advertisement