যে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন নিকি হ্যালি

ব্রিট বাংলা ডেস্ক :: প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পরই রিপাবলিকান রাজনীতিক নিকি হ্যালিকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর প্রস্তাব দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কিন্তু নিজে ওই পদে যোগ্য নন বলে নিকি হ্যালি তা প্রত্যাখ্যান করেছিলেন। ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন রিপাবলিকান নিজেই এসব কথা বলেছেন। এ খবর দিয়েছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই। এতে বলা হয়, নিকি হ্যালির বয়স এখন ৪৮ বছর। ২০১৬ সালের নভেম্বরে ট্রাম্প যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন নিকি হ্যালি ছিলেন সাউথ ক্যারোলাইনার গভর্নর। এ সময় তাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বানানোর প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু বিনয়ের সঙ্গে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন।

কিন্তু দ্বিতীয়বার তার কাছে প্রস্তাব যায়। তাকে বলা হয়, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত করা হবে তাকে। কিন্তু এবার আর এই প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারেন নি নিকি হ্যালি। জাতিসংঘে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের যত সফল রাষ্ট্রদূত আছেন, তার মধ্যে নিকি হ্যালি অন্যতম। তিনি এখন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নতুন নির্বাচনী প্রচারণায় নেমেছেন।

Advertisement