জানা গেছে, আজ বিজনৌর আদালতে নিয়ে আসা হয় হত্যাকাণ্ডে অভিযুক্ত দুই আসামিকে। কড়া নিরাপত্তায় তাদের এজলাসের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। ওই সময় বন্দিদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন চার ব্যক্তি। প্রাণ বাঁচাতে আদালত চত্বরে ছুটোছুটি করে এজলাসে ঢুকে পড়েন শাহ নওয়াজ আনসারি নামের এক বন্দি। সেখানেই পরপর গুলি চালানো হয় তার ওপর।
গুলি রেগে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। এ ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালত চত্বরে। প্রাণভয়ে ছুটোছুটি শুরু করেন বিচারক থেকে শুরু করে সাধারণ জনগণ। পরিস্থিতি সামলাতে দিতে দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। শেষ পর্যন্ত চার হামলাকারী অস্ত্র ফেলে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এ হত্যার কারণ জানতে আটকদের আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ বলছে, হামলায় নিহত বন্দির নাম শাহ নওয়াজ আনসারি। তার বিরুদ্ধে জোড়া খুনের মামলা রয়েছে। অভিযোগ উঠেছে, গত মে মাসে বহুজন সমাজ পার্টির নেতা হাজি এহসান ও তার ভাতিজাকে খুনের ঘটনায় হাত ছিল আনসারির। সে ঘটনার প্রতিশোধ নিতেই আজকের হামলা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।