যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ

ব্রিট বাংলা ডেস্ক :: গাজীপুরের টঙ্গীতে যৌতুকের জন্য সাজেদা বেগম নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার স্বামী মো. রুবেল মিয়াকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মেঘনা রোডের বস্তিতে এই ঘটনা ঘটে।

নিহত সাজেদা বাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সুভারামপুর গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, কয়েক বছর আগে রুবেল ও সাজেদার বিয়ে হয়। তারা মেঘনা রোড বস্তিতে থাকতেন। যৌতুকের টাকা না পেয়ে শনিবার স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রুবেল তার স্বী শাজেদাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন বলে ধারণা করা করা হচ্ছে। পরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। নিহত সাজেদা তিন সন্তানের জননী।

টঙ্গী পুর্ব থানার ওসি মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

Advertisement