নাজমুল আহমদকে ১৬ বছরের জেলদন্ড দিয়েছে উডগ্রীন ক্রাউন কোর্ট
ব্রিটবাংলা ডেস্ক : যৌন হয়রানী এবং ধর্ষণের অভিযোগে লন্ডনের কেমডেনের নাজমুল আহমদ নামে এক ব্যক্তিকে ১৬ বছরের জেলদন্ড দিয়েছে উডগ্রীন ক্রাউন কোর্ট। আদালত জানিয়েছে, ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর রাসেল স্কোয়ার থেকে গাড়িতে তুলে নিয়ে ২০ বছর বয়সী এক মহিলাকে যৌন হয়রানী করেন নাজমুল। এছাড়া ২০১৯ সালে ২রা মার্চ এবং ২৭শে মার্চ টটেনহ্যাম কোর্ট রোড এবং শরডিচ থেকে পৃথকভাবে আরো দু’জন মহিলাকে গাড়িতে তুলে নিয়ে যৌন হয়রানী এবং মোবাইল ও অর্থ ছিনতাইয়ের অভিযোগে নাজমুলকে এই সাজা প্রদান করা হয়েছে। তাকে সারা জীবন যৌন অপরাধী হিসেবে তালিকাভুক্ত রাখতে নির্দেশ দিয়েছে আদালত।
সেলিম আহমদ
এদিকে একই ধরনের একটি অপরাধে একই আদালতে নাজমুলের ভাই সেলিম আহমেদকেও দোষি সাব্যস্ত করা হয়েছে। ২০১৯ সালের ২৭ জানুয়ারী গ্রেট ইস্টার্ন স্ট্রীট থেকে এক মহিলাকে গাড়িতে তুলে নিয়ে যৌন হয়রানী এবং মহিলার ব্যাংক কার্ড ছিনতায়ের অভিযোগে দোষি সাব্যস্ত হন সেলিম আহমদ। আগামী ২২শে মে তার সাজার মেয়াদ ঘোষণা করা হবে। নাজমুল ও সেলিমকে সহযোগিতার অভিযোগে আরো দুই শ্বেতাঙ্গ দোষি সাব্যস্ত হয়েছেন।