যৌন হেনস্তার অভিযোগ

ব্রিট বাংলা ডেস্ক :: বলিউডে ২০১৮ সালে মিটু আন্দোলনের ঢেউ উঠে। অনু মালিক থেকে শুরু করে গণেশ আচার্য, নানা পাটেকরের বিরুদ্ধেও একাধিক বার উঠেছে যৌন হয়রানির অভিযোগ। এবার এক চলচ্চিত্র প্রযৌজকের বিরেদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন মডেল-অভিনেত্রী মালহার রাথৌর। তবে ৬৫ বছর বয়সী সেই প্রযোজকের নাম বলেননি তিনি। ২৫ বছর বয়সী মালহার এএফপিকে জানান, ২০০৮ সালে টিনেজার বয়স থেকেই ছোট খাট কাজ করছিলেন। এমনই সময় ডাক পান বলিউডের এক প্রযোজকের কাছ থেকে। কিন্তু দেখা করতে গিয়েই তাকে পড়তে হয় এক অবাঞ্ছিত পরিস্থিতিতে। সুযোগ দেওয়ার বিনিময়ে ওই প্রযোজক নাকি মালহারের শ্লীলতাহানির চেষ্টা করতে থাকেন।

মালহারের কথায়, উনি বলেন আমার জন্য একটি চরিত্র উনি ভেবেছেন। একই সঙ্গে এ-ও বলেন চরিত্রটি করতে গেলে আমায় টপ খুলে ফেলতে হবে। ঘটনার আকস্মিকতায় খুবই ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। কী করবেন কিছুই বুঝতে পারেননি। পরে সেখান থেকে তিনি বের হয়ে আসেন। এখন অবশ্য বলিউডে বেশ ভালই পরিচিত লাভ করেছেন মালহার। বেশ কিছু ওয়েবসিরিজ ছাড়াও বিজ্ঞাপন জগতের তিনি বেশ পরিচিত মুখ। বিভিন্ন ধরনের নামজাদা প্রসাধনী ব্র্যান্ডের ‘ফেস’ হিসেবে প্রায়শই দেখা যায় তাকে।

Advertisement