রউফুল ইসলামের নামাজে জানাযা ও দাফন আগামীকাল ১৯ এপ্রিল রবিবার

বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ভূমি দাতা ও হাসপাতালের পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সাবেক সভাপতি, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র অন্যতম উপদেষ্টা কমিউনিটি নেতা আলহাজ্ব রউফুল ইসলাম আর নেই।

কোভিড-১৯ প্রাণঘাতী করোনাভাইরাসের সাথে ১৬ দিন যুদ্ধ করে না ফেরার দেশে চলে গেলেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। গত শুক্রবার রাত ১০টায় লন্ডনের কুইন্স হাসপাতালে ৬৪ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

তার গ্রামের বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার পৌরসভাস্থ শ্রীধরা গ্রামে।

রউফুল ইসলাম ১৯৭৯ সালে সিলেট পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা ইন ইন্জিয়ারিং (মেকানিকেল) ডিগ্রী লাভ করেন।
বাংলাদেশ ছাত্রলীগ পলিটেকনিক শাখার সভাপতি ছিলেন। তিনি পূর্ব লন্ডন বায়তুল আমান মসজিদ এর উন্নয়নে ভূমিকা সহ বিভিন্ন জনহিতকর কাজের মাধ্যমে দেশে ও বিদেশে পরিচিত ছিলেন ।

তিনি সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, সিলেটের ৫নং ওয়াড এর কাউন্সিলার রেজওয়ান আহমদ ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য এমরান আহমদের চাচাতো ভাই এবং সাপ্তাহিক জনমতের সহকারী সম্পাদক মুসলেহ উদ্দীন এর মামাতো ভাই।
একজন অতি অমায়িক মানুষ ও মানবিক কাজের জন্য তিনি সকলের কাছো রউফ ভাই হিসেবে সমাদৃত ছিলেন।

মৃত্যু কালীন এক ছেলে,দুই মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
রউফুল ইসলামের মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

যুক্তরাজ্যে প্রবাসী কমিউনিটি নেতা রউফুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, পৌর মেয়র আব্দুস শুকুর, বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম লিমা,বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হাছিব মনিয়া, বর্তমান সভাপতি আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব সামছ উদ্দিন খান, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি আসুক আহমদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, সাবেক সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাবেক সাধারণ সম্পাদক মারু ফ চৌধুরী,ক্যান্সার ও জেনারেল হাসপাতালের সিইও এইচ এম সাব উদ্দিন, বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ব্রিট বাংলার নির্বাহী সম্পাদক আহাদ চৌধুরী বাবু বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র সাবেক সাধারণ সম্পাদক, নবদ্বীপ ও পূর্ব সিলেট নিউজ ২৪.নেট এর সম্পাদক মন্ডলীর সভাপতি এম মাসুদ আহমদ, ইউকেস্থ সিনিয়র সাংবাদিক আলী আহমদ বেবুল, নবদ্বীপ পত্রিকার প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল বাসিত টীপু, বিয়ানীবাজার রিপোর্ট ার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয়, সুজন বিয়ানীবাজার শাখার সভাপতি এডভোকেট আমান উদ্দিন, বিয়ানীবাজার পরিবেশ আন্দোলনের আহবায়ক সাইফুল ইসলাম নিপু প্রমুখ।

বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সাবেক সভাপতি কমিউনিটি সংগঠক,সমাজসেবী আলহাজ্ব রউফুল ইসলামের নামাজে জানাযা ও দাফন আগামীকাল ১৯ এপ্রিল রবিবার ২টায় ফরেষ্ট গেইট গোরস্থানে করা হবে ।

পরিবারের পক্ষ থেকে সবাইকে দোয়া করার জন্য অনুরোধ করা হয়েছে এবং কারো সাথে কোন ধরনের লেনদেন যদি থাকে তবে মরহুমের ভাই এমরান আহমদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

Advertisement