রকেট থেকে আমেরিকা-ব্রিটেনের পতাকা মুছলো রাশিয়া

নিজেদের রকেটের উপর থেকে আমেরিকা, ব্রিটেন আর জাপানের পতাকা মুছে ফেললো রাশিয়া। পতাকা মুছে ফেলার সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম আর নেট দুনিয়ায়।ভিডিওতে দেখা যায়, মহাকাশে পাঠানোর জন্য তৈরি একটি রকেটের গায়ে আঁকা রয়েছে আমেরিকা, ব্রিটেন, জাপান, ভারত এবং রাশিয়ার পতাকা। কিন্তু সেখান থেকে রাশিয়া আর ভারত বাদে বাকি সকল পতাকা মুছে ফেলা হচ্ছে।এদিকে রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস-এর প্রধান দিমিত্রি রোগোজিন এ প্রসঙ্গে টুইট বার্তাও দিয়েছেন, ‘বৈকানুরে মহাকাশযান উৎক্ষেপণকারী রকেট থেকে বেশ কয়েকটি দেশের পতাকা মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছি আমরা। ঐসব পতাকা ছাড়াই বেশ সুন্দর দেখাচ্ছে আমাদের রকেট।চলমান ইউক্রেন আগ্রাসনের প্রথম থেকেই আমেরিকা আর ব্রিটেন রাশিয়ার বিরোধিতা করে আসছে। এছাড়াও উল্লেখিত দেশগুলো থেকে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে রাশিয়াকে আন্তর্জাতিক অঙ্গণে কোণঠাসা করে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। তাই ঐসকল দেশের পতাকা নিজেদের রকেট থেকে তুলে ফেললো রাশিয়া।

Advertisement