ব্রিট বাংলা ডেস্ক :: বলিউডে সম্প্রতি যে কজন বাঙালি অভিনেত্রী কৃতিত্বের পরিচয় দিয়েছেন তাদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন বিদিতা বাগ। নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে বাবুমশাই বন্দুকবাজ ছবিতে তার অভিনয় সুপ্রশংসিত। এবার ধর্ষণের বিরুদ্ধে গর্জে উঠলেন বিদিতা। হাতে প্ল্যাকার্ড, রক্তাক্ত শরীরের ছবি পোস্ট করে নতুন প্রতিবাদের অংশীদার হলেন এই অভিনেত্রী! সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ভয়াবহ একটি ছবি। ছবিটি পোস্ট করার পর তা দ্রুত ভাইরাল হয়।
ছবিতে দেখা যাচ্ছে, ছেঁড়ে পোশাক আর শরীরের নানা জায়গায় ক্ষতের চিহ্ন। ঝরঝর করে ঝরে পড়ছে রক্ত! মুখ, চোখ ফুলে ঢোল। চোখের কোলে কালসিটে!
ছবি পোস্ট করে বিদিতা লিখলেন, ‘অনুমতি? কীসের অনুমতি? ইচ্ছের খুন? আমি কেঁদেছি, আমি চিৎকার করেছি, তারপর ধর্ষণ! আমি একেবারেই ভেঙে পড়েছি, শারীরিক দিক থেকে, ইমোশনাল দিক থেকে। তবুও প্রতিবাদ করতে চাই! গর্জে উঠতে চাই।’
রক্তমাখা শরীর, ছেঁড়া পোশাকে ধর্ষণের প্রতিবার
অভিনেত্রী বিদিতা বাগ
মূলত, ধর্ষণ নিয়ে এক ক্যাম্পেইনের অংশ হিসেবে বিদিতা বাগের এই পোস্ট। নতুন দশকে যেন পুরুষ নারীর অনুমতিকে মর্যাদা দেয় এমন আবেদন জানিয়েছেন বিদিতা।