রবীন্দ্র উৎসব উপলক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের শোভাযাত্রা

সিলেট অফিস :: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আগমণের শতবর্ষপূর্তিতে আয়োজন করা হয়েছে ‘সিলেটে রবীন্দ্রনাথ: শতবর্ষ স্মরণোৎসব’। আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এ উৎসবের মূল কর্মযজ্ঞ। সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ প্রাঙ্গণে বিকাল সাড়ে ৩টায় কবিগুরুর ম্যুরাল উন্মোচনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করবেন সিলেটে রবীন্দ্রনাথ: শতবর্ষ স্মরণোৎসব উদযাপন পর্ষদের আহবায়ক ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

শতবর্ষ স্মরণোৎসবকে স্বাগত জানিয়ে নগরীতে বর্ন্যাঢ্য শোভাযাত্রা করেছে সিলেট সিটি কর্পোরেশন। মঙ্গলবার বেলা পৌণে ১২টায় নগর ভবন থেকে র‌্যালিটি শুরু হয়ে সিলেট জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সিটি কর্পোরেশনের নির্বাচিত পরিষদ, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে র‌্যালির উদ্বোধন করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

এসময় তিনি কবিগুরুর সিলেট আগমণের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন এবং স্মরণোৎসবের সকল আয়োজনে সিলেটের সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেন।