রয়েল মেইলের ডেলীভারির কথা বলে প্রতারণা : ৮ জন গ্রেফতার

ব্রিটবাংলা ডেস্ক : মোবাইলে ট্যাক্সট ম্যাসেজ এবং ইমেইলের মাধ্যমে রয়েল মেইলের পার্সেল ডেলিভারির কথা বলে প্রতারণার চেস্টার অভিযোগে ইংল্যান্ডের বিভিন্ন এলাকা থেকে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সিটি অব লন্ডন পুলিশ এবং মেট পুলিশের বিশেষ টিম লন্ডন, কলচেস্টার, এসেক্স, বার্মিংহ্যাম এবং কভেন্ট্রি এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

তবে আটক আট জনের মধ্যে ১ জনকে তিনটি অভিযোগে অভিযুক্ত করেছে পুলিশ। তাকে লন্ডনের এনফিল্ড থেকে গ্রেফতার করা হয়েছে। আগামী ২১ জুন তাকে ইনার লন্ডন ক্রাউন কোর্টে হাজির করার কথা রয়েছে। বাকীদের বিরুদ্ধে  তদন্ত চললেও তাদের আপতত মুক্তি দেওয়া হয়েছে।

প্রতারকরা পার্সেল ডেলিভারি দেবার কথা বলে সাধারণ মানুষকে মোবাইলে ট্যাক্সট ম্যাসেজ বা ইমেইল করত। সাথে একটা লিঙ্ক দিয়ে তাতে ক্লিক করে অর্থ পরিশোধ না করলে পার্সেল ডেলিভারি দেওয়া হবে না বলে জানিয়ে দিত। ট্যাক্সট এবং ইমেইলের লিঙ্ক দেখতে অনেকটা রয়েল মেইলের ওয়েবসাইটের মত দেখতে মনে হলেও তাতে ক্লিক করার সাথে  সাথে তা প্রতারকদের কাছে চলে যেত। সেই সুযোগে সাধারণ মানুষের একাউন্ট থেকে সব অর্থ হাতিয়ে নিত প্রতারকরা।

 

Advertisement