রাইট লেন প্রপার্টির আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত

আত্মশুদ্ধির এ মাসে আমাদের জীবনের পরিবর্তন আনতে হবে।

ব্রিটবাংলা24ডেস্ক:পূর্ব লন্ডনের রোমান রোডে অবস্থিত’ রাইট লেন প্রপার্টির উদ্যাগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল ২৬ মে শনিবার অনুষ্ঠিত হয়।

রাইট লেনের স্বত্বাধিকারী এবং তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের সেক্রেটারি ফারুক ফুহাদ চৌধুরী সভাপতিত্বে এবং পরিচালনায় এতে কোরআন থেকে তেলোয়াত করেন মাওলানা শাহ মোহাম্মদ মুসাদ্দিক আলী ৷

সুধীজনের শুভেচ্ছা বক্তব্যের পর মাহে রমজানের তাৎপর্য এবং আমাদের করনীয় শীর্ষক আলোচনা করেন বিশিষ্ট আলেম মাওলানা শামসুল আলম ।

আলোচনায় বক্তারা বলেন আত্নশুদ্ধির এমাসে আমাদের জীবনের পরিবর্তন আনতে হবে।

সেজন্য বেশি বেশি ইবাদত, বন্দেগি ও পবিত্র কোরআনের আলোকে এবং তাকওয়া ভিত্তিক জীবন গঠন করে ইহকাল ও পরকালে মহান আল্লাহ পাকের সন্তুস্টি লাভ করতে হবে।

উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান ফারুক ফুহাদ চৌধুরী।ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের বেথনাল গ্রীন ওয়ার্ডের এর নব নির্বাচিত কাউন্সিলর আহবাব হোসেন৷

অন্যান্যদের মধ্যে মাহফিলে উপস্থিত ছিলেন,আব্দুল্লাহ মহিম, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাহার,অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জুনেদ আহমেদ, ট্রেজারার মুহাজ্জেম আহমেদ রিবু,স্পোর্টস সেক্রেটারি মুহাম্মদ চান মিয়া, মেম্বারশিপ সেক্রেটারি মোহাম্মদ ফয়সল ইসলাম, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারিনির্বাহী মনসুর আলী তাজ, নির্বাহী সদস্য আয়নুল হক, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ মুন্না মিয়া, আলতাফ হোসাইন, হিফজুর রহমান হাসনু, আব্দুল খালিক, আব্দুল করিম,শাহ নাহিন আনাম, হুমায়ুন কবির, ফখরুল ইসলাম, মিজান আহমদ আইয়ুব আলী, তারিফ খান, আলী আহমদ,রাজু আহমদ সবুর ইসলাম,খায়রুল চৌধুরী,ওমর আব্দুল্লাহ প্রমুখ।

Advertisement