রাজধানীতে দুই বাসে আগুন

ব্রিট বাংলা ডেস্ক : রাজধানীর বিমানবন্দর সড়কে একটি বিআরটিসি দোতলা বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি উইনিট।

আজ শনিবার বিকাল চারটার দিকে কুর্মিটোলা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সোহাগ মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। কীভাবে আগুন লেগেছে সে বিষয়েও কোনো তথ্য পাইনি আমরা।

এদিকে প্রায় একই সময় রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনের সামনের রাস্তায় বাসে আগুন লাগে। ওই বাসটিতেও আগুন লাগার কোনও কারণ জানা যায়নি। হতাহতেরও খবর পাওয়া যায়নি।

Advertisement