রাজধানীর বিমানবন্দর থানাধীন এলাকায় বিনিময় পরিবহনের একটি বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন।নিহতরা হলেন- মিনারা বেগম (৫৫) ও মনি বেগম (৩৬)। এর মধ্যে মিনারা বেগম ঘটনাস্থলে মারা যান, আর মনি বেগম ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।বিমানবন্দর থানা পুলিশ জানায়, ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে।শনিবার (১ জুলাই) বেলা ১১টার দিকে বিমানবন্দর থানাধীন জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন মোল্লা বলেন, আজ বেলা ১১টার দিকে জিনজিয়ান রেস্টুরেন্টের সামনের রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় মিনারা ও মনি বেগমকে বিনিময় পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে মিনারা বেগম মারা যান। আর মনি বেগমকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি বলেন, এ ঘটনায় বিনিময় পরিবহনের বাসটি আটক করা হয়েছে। এছাড়া বাসের চালককেও ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আমাদের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
রাজধানীতে বাস চাপায় ২ নারীর মৃত্যু
Advertisement