রাজধানী ঢাকায় চলমান কঠোর লকডাউনের বিধিনিষেধ না মানায় মোবাইল কোর্টে ১২০ জনকে ১ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এছাড়া মঙ্গলবার (৩ আগস্ট) ৩৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।এছাড়া ডিএমপি ট্রাফিক ৫৩২টি গাড়িকে ১১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করে। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন।ইদুল আজহার ছুটি শেষে ২৩ জুলাই ভোর থেকে সারাদেশে ফের কঠোর লকডাউন শুরু হয়েছে। এই কঠোর লকডাউন বলবৎ থাকবে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত।
Advertisement