রাজনগরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারের রাজনগরে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্দুস ছাত্তার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। আটককৃতরা হলেন, সায়দুল ইসলাম, সিপার মিয়া, শিপন মিয়া সুহেল মিয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আব্দুস সাত্তার ও সায়দুল ইসলাম গংদের মধ্যে দীর্ঘদিন যাবৎ খাস জমি নিয়ে বিরোধ চলছিলো। বিরোধের জেরে বিভিন্ন সময় উভয় পক্ষ মামলা মোকাদ্দমায় জড়িয়ে পড়ে। ঘটনার দিন সকালে আব্দুস সাত্তার তার পালিত গরুর ঘাস কাটতে বাড়ির পাশে যান। সেখানে প্রতিপক্ষ সায়দুল, সিপার, শিপন, সুহেলসহ কয়েকজন তার উপর হামলা করলে এক পর্যায়ে তিনি মারা যান।

রাজনগর থানার ওসি আবুল হাসেম চারজনকে আটকের বিষয়াট নিশ্চিত করে বলেন, এঘটনায় নিহতের কেউ থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ করতে আসেনি।

Advertisement